Skip links

Qur’anic Arabic Diploma​

Qur'anic Arabic Diploma

In the first semester, there will be a total of 20 classes. Detailed study of Madina Arabic Reader 01 will be conducted, involving grammatical analysis. There will be two class tests, each worth 50 marks, a midterm exam worth 100 marks, and a final exam worth 100 marks.

Qualifications after completion of the course?

At the end of the course, participants should be able to understand and recite verses from the Quran, analyze their structural aspects, and feel comfortable expressing themselves in Arabic, similar to their native language.

Dr. V Abdur Rahim (may Allah have mercy on him) was born in India and obtained his postgraduate and Ph.D. degrees in Arabic linguistics from Al-Azhar University in Egypt. During his tenure at the University of Madinah, he became involved in the program to teach Arabic to foreigners and developed the course known as “Arabic for those whose mother tongue is not Arabic,” which is now recognized globally as “Madinah Arabic.” This course is published in three books in Arabic-English editions.

In Bangladesh, Mr. Reza Karim (may Allah have mercy on him) pioneered the “Madinah Arabic” education program. He was an engineer by profession, a Canadian citizen, and successfully managed the adaptation of Dr. V Abdur Rahim’s course into Bengali from 2006. He worked tirelessly to make these books easily accessible in Bangladesh and presented them in Bengali for the convenience of Bengali-speaking people. He departed from this world in 12th February, 2023. May Allah grant him a place in Jannah.

We, who are associated with Al-Falak Institute, were direct students of Mr. Reza Karim (may Allah have mercy on him). He believed that one day, everyone in Bangladesh would understand and acquire proficiency in the Arabic language through the study and research of the Quran, contributing appropriately to the overall development of the country. Following his vision, Al-Falak Institute was established, and this institution is committed to continuing his unfinished work, in sha Allah. May Allah, the Almighty, assist us. Ameen.

Mr. Reza Karim (may Allah have mercy on him) personally translated the “Madinah Arabic” books into Bengali in ten parts and named it “Madinah Arabic Reader.”

This ten-part book is estimated to be taught through ten semesters within approximately two years. After completing three semesters, students will be able to gradually understand the meanings of the Quran directly from its Arabic text(In Sha Allah).

Participants should be familiar with Quranic recitation and have proficiency in the Bengali language. This course is suitable for students from madrasas, schools, colleges, and universities.

The course will provide instruction in Arabic grammar, morphology (nahw and sarf), allowing students to analyze and interpret sentences from the Quran and Hadith directly. Students will also be able to understand the natural meanings of Arabic.

Examinations will be conducted during and at the end of each semester. Upon completion of the entire course, certificates will be awarded.

Classes will be conducted via Zoom two days a week, each lasting one hour. Video recordings of the classes will be uploaded, and class notes in PDF format will be provided if needed. Students can ask questions during class and seek direct assistance from instructors if necessary.

Interested individuals need to fill out the designated form for registration. A registration fee of 50 BDT must be paid through a bank account or via bKash.

No course fees will be charged for the first semester.

From the second semester onwards, a monthly fee of — BDT will be applicable. Those unable to afford the course fee may request a reduction or waiver, in sha Allah.

কোর্স বর্ণনা

সেমিস্টার-০১: আরবী রিডার-০১

১ম সেমিস্টারে মোট ক্লাস হবে ২০টি গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০১বিস্তারিত পড়ানো হবে ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে 

নিয়মিত ক্লাস ২০টি
রিভিশন ক্লাস ১০টি
পরীক্ষা ক্লাস টেস্ট: ০২ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ ১০ টি
সময়কাল ০২ মাস ১৫ দিন
কোর্স ফি সম্পূর্ণ ফ্রী
ক্লাস-০১ আরবী ভাষা; পরিচিতি ও গুরুত্ব-তাৎপর্য। বই ও লেখক পরিচিত। এবং আরবী শব্দ পরিচিতি।
ক্লাস-০২ লেসন-০১: শব্দ মুখস্তকরণ। ইশারাসূচক নাউন (Demonsrative Pronoun); পুরুষবাচক ও নিকটবর্তী।
ক্লাস-০৩ লেসন-০১: শব্দ মুখস্তকরণ। ইশারাসূচক নাউন (Demonsrative Pronoun); স্ত্রীবাচক ও দূরবর্তী।
ক্লাস-০৪ লেসন-০১: ইশারাসূচক নাউন (Demonsrative Pronoun); তিনধরণের প্রশ্নোত্তর শিক্ষা।
ক্লাস-০৫ লেসন-০২: নির্দিষ্ট-অনির্দিষ্ট (Definite Indefinite) এর বিবরণ

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-০৬ লেসন-০৩: ইরাব (Status); মারফূ, মানসূব ও মাজরুরের বিবরণ
ক্লাস-০৭ লেসন-০৪: নামবাচক বাক্য; মুবতাদা ও খবরের (Subject And Predicate) বিবরণ
ক্লাস-০৮ লেসন-০৫: হুরুফুল জার (Prepositions) মুখস্তকরণ এবং এগুলোর ব্যবহার শিক্ষা
ক্লাস-০৯ লেসন-০৬: মুদাফ ও মুদাফ ইলাইহি
ক্লাস-১০ পূর্বোক্ত বিষয়গুলোর রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০

ক্লাস-১১ লেসন-০৮: ডিপটোট নাউন
ক্লাস-১২ লেসন-০৭: জেন্ডার; পুরুষবাচক ও স্ত্রীবাচক।
ক্লাস-১৩ লেসন-০৯: পুরুষবাচক অটুট বহুবচন; গঠনপ্রণালী ও ব্যবহার
ক্লাস-১৪ লেসন-১০: স্ত্রীবাচক অটুট বহুবচন; গঠনপ্রণালী ও ব্যবহার
ক্লাস-১৫ পূর্বোক্ত বিষয়গুলোর রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-১৬ লেসন-১১: বদল ও মুবদাল; পরিচিতি ও উদাহরণ
ক্লাস-১৭ লেসন-১২: সর্বনাম; মুখস্তকরণ ও বাক্যে ব্যবহার
ক্লাস-১৮ লেসন-১৩: নাত-মানঊত (Adjective Noun)
ক্লাস-১৯ লেসন-১৪: ক্রিয়া; পরিচিতি ও কিছু উদাহরণ (Verb)
ক্লাস-২০ পূর্বোক্ত বিষয়গুলোর রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০২: আরবী রিডার-০২

২য় সেমিস্টারে মোট ক্লাস হবে ২৫টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০২- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস ২৫টি
রিভিশন ক্লাস ১২টি
পরীক্ষা ক্লাস টেস্ট: ০২ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ ১২ টি
সময়কাল ০৩ মাস
কোর্স ফি প্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১ লেসন-০১: মুদাফুন ও মুদাফুন ইলাইহি ও মাফঊলূন বিহী + প্যারাগ্রাফ بَيْتِيْ।
ক্লাস-০২ লেসন-০১: এক্সারসাইজ ও কুরআন থেকে উদাহরণ।
ক্লাস-০৩ লেসন-০২: সর্বনাম; মারফূ ও মাজরূর এবং ইসমুল মাউসূল + প্যারাগ্রাফ।
ক্লাস-০৪ লেসন-০২: এক্সারসাইজ
ক্লাস-০৫ লেসন-০৩ (ক): বহুবচন প্র্যাকটিস; পুরুষবাচক অটুট ও ভগ্ন বহুবচন + হিওয়ার।
ক্লাস-০৬ লেসন-০৩ (ক) এক্সারসাইজ

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-০৭ লেসন-০৪: নামবাচক বাক্য; মুবতাদা ও খবরের (Subject And Predicate) বিবরণলেসন-০৩ (খ): স্ত্রীবাচক বহুবচন প্র্যাকটিস ও কিছু ক্রিয়া, সর্বনাম এবং هٰؤُلَاءِ এর ব্যবহার।/td>
ক্লাস-০৮ লেসন-০৩ (খ) এক্সারসাইজ
ক্লাস-০৯ লেসন-০৩ (গ): বিভিন্ন সর্বনাম প্র্যাকটিস এবং أُوْلٰئِكَ এর ব্যবহার।
ক্লাস-১০ পূর্বোক্ত বিষয়গুলোর রিভিশন ক্লাস
ক্লাস-১১ রিভিশন ক্লাস
ক্লাস-১২ লেসন-০৪: প্র্যাকটিস; ডিপটোট, মুদাফ ও মুদাফ ইলাইহির বিশেষণ এবং أَي এর ব্যবহার
ক্লাস-১৩ লেসন-০৪: এক্সারসাইজ

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-১৪ লেসন-০৫: কিছু সর্বনাম ও ক্রিয়া এবং যরফ / এডভার্ব; সময় কিংবা স্থানসূচক ইসম
ক্লাস-১৫ লেসন-০৫: এক্সারসাইজ
ক্লাস-১৬ লেসন-০৬: প্র্যাকটিস ইসমুল ইশারাহ। এবং আক্বিল ও গাইরু আক্বিল শব্দ পরিচিতি ও ব্যবহার।
ক্লাস-১৭ লেসন-০৭: প্র্যাকটিস; বহুবচন
ক্লাস-১৮ লেসন-০৮: দ্বিবচন ইসম ও সর্বনাম। ও كَمْ এর ব্যবহার।
ক্লাস-১৯ লেসন-০৯: সংখ্যা- ০১ – ১০ পর্যন্ত। ও كَمْ এর আরেকটি ব্যবহার।
ক্লাস-২০ লেসন-০৯: এক্সারসাইজ
ক্লাস-২১ রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-২২ লেসন-১০: রিভিশন সংখ্যা; ০১ – ১০ পর্যন্ত। ও عَشْرٌ / عَشَرَةٌ এর ব্যবহার।
ক্লাস-২৩ লেসন-১১: রিভিশন; মুদাফ ও মুদাফ ইলাইহি, নাত-মানঊত এবং বাদাল – মুবদাল ইত্যাদি।
ক্লাস-২৪ লেসন-১২: ডিপটোট বা দ্বিরূপি নাউন বিস্তারিত।
ক্লাস-২৫ লেসন-১৩: রিভিশন; ডিপটোট বা দ্বিরূপি নাউন বিস্তারিত।
ক্লাস-২৬ রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০৩: আরবী রিডার-০৩

৩য় সেমিস্টারে মোট ক্লাস হবে ২২টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০৩- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস২৫টি
রিভিশন ক্লাস১০টি
পরীক্ষাক্লাস টেস্ট: ০২ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ১০ টি
সময়কাল০৩ মাস
কোর্স ফিপ্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১লেসন-০১: إِنَّ এর ব্যবহার, স্পেশাল ফাইভ নাউন, أَمْ এর ব্যবহার, مِأَةٌ-أَلْفٌ এর ব্যবহার এবং غَالٍএবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-০২লেসন-০১: এক্সারসাইজ
ক্লাস-০৩লেসন-০২: لَيْسَ এর ব্যবহার এবং ابْنٌ এর ব্যবহাররীতি। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-০৪লেসন-০২: এক্সারসাইজ
ক্লাস-০৫লেসন-০৩: اسْمُ التَّفْضِيْلِ পরিচিতি ও ব্যবহার, মুনতাহাল জুমু পরিচিতি এবং ক্রমনির্দেশক সংখ্যা। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-০৬লেসন-০৩ এক্সারসাইজ

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-০৭ লেসন-০৪: ক্রিয়া; হ্যাঁবাচক ও নাবাচক মাদী, نَعَمْ وَبَلَى এর ব্যবহার এবং لِأَنَّ এর ব্যবহার। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-০৮ লেসন-০৫: فَاعِلٌ ব্যবহারের নিয়ম, مَفْعُوْلٌ بِهِ পরিচিতি এবং শব্দের মূল অক্ষর পরিচিতি। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-০৯ লেসন-০৫: এক্সারসাইজ
ক্লাস-১০ ক্লাস টেস্ট পর্যালোচনা এবং পূর্বোক্ত পাঠগুলো সারাংশ রিভিশন।

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-১১ লেসন-০৬: أَيٌّ, أَظُنُّ أَنَّ, قَالَ إِنَّ এর ব্যবহার শিক্ষা, اِسْمُ الْفِعْلِ; هَاتِ পরিচিতি ও ব্যবহার। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-১২ লেসন-০৬: এক্সারসাইজ
ক্লাস-১৩ লেসন-০৭: মাদী ক্রিয়ার সাথে দমীর ব্যবহারের নিয়ম, كَانَ এর ব্যবহার, দুই সাকিনের নিয়ম এবং ভগ্নাংশ সংখ্যা। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-১৪ লেসন-০৭: এক্সারসাইজ
ক্লাস-১৫ লেসন-০৮: মাদী ও ফায়েলের বিভিন্ন ব্যবহারএবং এক্সারসাইজ।

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-১৬ লেসন-০৯: فِعْلُ التَّعَجُّبِ পরিচিতি ও ব্যবহার, مُنَادَى এর ব্যবহার, كَمْ এর ব্যবহার এবং اِسْمُ الْمَوْصُوْلِ পরিচিতি ও ব্যবহার। এবং حِوَارٌ কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-১৭ حِوَارٌ কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-১৮ লেসন-০৯: এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-১৯ লেসন-০৯: এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-২০ লেসন-১০: مُضَارِعٌ ক্রিয়া পরিচিতি, কিছু সংখ্যার নিয়ম এবং ইসতিসনা। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-২১ লেসন-১০: এক্সারসাইজ
ক্লাস-২২ রিভিশন ক্লাস।

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০৪: আরবী রিডার-০৪

৪ র্থ সেমিস্টারে মোট ক্লাস হবে ৩০টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০৪- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস ৩০টি
রিভিশন ক্লাস ১৫টি
পরীক্ষা ক্লাস টেস্ট: ০২ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ ১৫ টি
সময়কাল ০৪ মাস
কোর্স ফি প্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১ লেসন-০১: مُضَارِعٌ ক্রিয়া, হরফুল ইসতিক্ববাল, মাসদার পরিচিতি এবং أَمَّا এর ব্যবহার। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-০২ লেসন-০১: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-০৩ লেসন-০১: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-০৪ লেসন-০২: مُضَارِعٌ ক্রিয়া, মাফঊলুন ফীহি এবং إِنَّ ও أَنَّ এর পার্থক্য। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-০৫ লেসন-০২: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-০৬ লেসন-০২: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-০৭ লেসন-০৩: مُضَارِعٌ ক্রিয়া ও فَاعِلٌ পরিচিতি। এবং এক্সারসাইজ।
ক্লাস-০৮ রিভিশন ক্লাস এবং ক্লাস টেস্ট পর্যালোচনা।

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-০৯লেসন-০৪: أَمْرٌ পরিচিতি ও গঠনপ্রণালী, বিশেষ এক প্রকার মুবতাদা এবং فَاءٌ سَبَبِيَّةٌ। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-১০লেসন-০৪: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১১লেসন-০৪: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-১২লেসন-০৫: نَهْيٌ পরিচিতি ও গঠন এবং كَادَ – يَكَادُ এর ব্যবহার। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-১৩লেসন-০৫: এক্সারসাইজ
ক্লাস-১৪রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-১৫লেসন-০৬: أَرَادَ – يُرِيْدُ এর ব্যবহার এবং فُعَلُ স্ট্রাকচারের ব্যবহার। এবং حِوَارٌ কথোপকোথন।
ক্লাস-১৬লেসন-০৬: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৭লেসন-০৬: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-১৮লেসন-০৭:  حَرْفُ النَّصْبِ؛ أَنْ الْمَصْدَرِيَّةُএর ব্যবহার, لَامُ التَّعْلِيْلِ, এবং يُمْكِنُ এর ব্যবহার।
ক্লাস-১৯লেসন-০৭: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২০লেসন-০৭: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২১লেসন-০৮: يَا أَيُّهَا এর ব্যবহার, كُلٌّ এবং اِسْمُ الْفِعْلِ؛ هَيَّا এবং আরেক প্রকার بَدَلٌ।
ক্লাস-২২লেসন-০৮: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৩লেসন-০৮: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২৪রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-২৫ লেসন-০৯: حَرْفُ النَّصْبِ؛ أَنْ الْمَصْدَرِيَّةُ এর ব্যবহার, أَبَدًا ও قَطُّ এর ব্যবহার।
ক্লাস-২৬ লেসন-০৯: এক্সারসাইজ
ক্লাস-২৭ লেসন-১০: مُثَنَّى দ্বিবচনের ব্যবহার এবং أَحَدٌ / إِحْدَى এর ব্যবহার।
ক্লাস-২৮ লেসন-১০: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৯ লেসন-১০: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-৩০ রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০৫: আরবী রিডার-০৫

৫ম সেমিস্টারে মোট ক্লাস হবে ৩২টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০৫- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস৩৫টি
রিভিশন ক্লাস১৬টি
পরীক্ষাক্লাস টেস্ট: ০৫ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ১৬টি
সময়কাল০৪ মাস
কোর্স ফিপ্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১ লেসন-০১: حَرْفُ الْجَزْمِ؛ لَمْ – لَمَّا এর ব্যবহার
ক্লাস-০২ লেসন-০১: এক্সারসাইজ
ক্লাস-০৩ লেসন-০২: إِعْرَابُ الْمُضَارِعِ؛ مَرْفُوْعٌ، مَنْصُوْبٌ وَمَجْزُوْمٌ বিস্তারিত আলোচনা।
ক্লাস-০৪ লেসন-০৩: جَمْعٌ مُذَكَّرٌ سَالِمٌ বা অটুট বহুবচন এবং ১০ – ৯০ দশক সংখ্যার নিয়ম।
ক্লাস-০৫ লেসন-০৩: এক্সারসাইজ
ক্লাস-০৬ রিভিশন ক্লাস এবং ক্লাস টেস্ট পর্যালোচনা।

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-০৯লেসন-০৪: عَدَدٌ বা সংখ্যা গণনার নিয়ম বিস্তারিত ১ম পর্ব।
ক্লাস-১০লেসন-০৪: عَدَدٌ বা সংখ্যা গণনার নিয়ম বিস্তারিত ২য় পর্ব।
ক্লাস-১১লেসন-০৫: كَانَ وَأَخَوَاتُهَا؛ مَا زَالَ – কানা ও সমজাতীয় শব্দের নিয়ম এবং اَلْأَسْمَاءُ الْخَمْسَةُ বা স্পেশাল ফাইভ নাউন। قَبْلُ – بَعْدُ এর ব্যবহার। এবং حِوَارٌ বা কথোপকোথন।
ক্লাস-১২লেসন-০৫: এক্সারসাইজ
ক্লাস-১৩রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-১৫ লেসন-০৬: الْمُعْتَلُّ؛ مِثَالٌ দূর্বল ক্রিয়া; মিছাল ক্রিয়া পরিচিতি ও নিয়ম। اِسْمُ التَّصْغِيْرِ এর স্ট্রাকচার। এবং حِوَارٌ বা কথোপকোথন।
ক্লাস-১৬ লেসন-০৬: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৭ লেসন-০৬: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-১৮ লেসন-০৭: الْمُعْتَلُّ؛ أَجْوَفُ দূর্বল ক্রিয়া; আজওয়াফ ক্রিয়া পরিচিতি ও নিয়ম। اِسْمُ التَّصْغِيْرِ এর স্ট্রাকচার।
ক্লাস-১৯ লেসন-০৭: حِوَارٌ বা কথোপকোথন।
ক্লাস-২০ লেসন-০৭: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২১ লেসন-০৭: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২২ রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-২৩ লেসন-০৮: الْمُعْتَلُّ؛ نَاقِصٌ দূর্বল ক্রিয়া; নাক্বিস পরিচিতি ও নিয়ম।
ক্লাস-২৪ লেসন-০৮: حِوَارٌ বা কথোপকোথন।
ক্লাস-২৫ লেসন-০৮: এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৬ লেসন-০৮: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২৭ লেসন-০৯: الْمُضَاعَفُ মুদাআফ ক্রিয়া পরিচিতি ও নিয়ম। এবং حِوَارٌ বা কথোপকোথন।
ক্লাস-২৮ লেসন-০৯: এক্সারসাইজ
ক্লাস-২৯ লেসন-১০: ক্রিয়া; দ্বিবচন এবং حِوَارٌ বা কথোপকোথন।
ক্লাস-৩০ লেসন-১০: এক্সারসাইজ
ক্লাস-৩১ লেসন-১১: প্র্যাকটিস; নাত + মানঊত। حِوَارٌ বা কথোপকোথন। এবং এক্সারসাইজ।
ক্লাস-৩২ লেসন-১১: রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০৬: আরবী রিডার-০৬

৬ষ্ঠ সেমিস্টারে মোট ক্লাস হবে ৩৫টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০৬- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস৩৫টি
রিভিশন ক্লাস১৬টি
পরীক্ষাক্লাস টেস্ট: ০৩টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ১৬টি
সময়কাল০৪ মাস
কোর্স ফিপ্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১লেসন-০১: اَلْاسْمُ؛ الْإِعْرَابُ وَالْبِنَاءُ – ইসম; মুরাব ও মাবনী
ক্লাস-০২লেসন-০১: عَلَامَةُ الْإِعْرَابِ؛ الْأَصْلِيَّةُ وَالْفَرْعِيَّةُ – ইরাবের আলামত; মূল ও বিকল্প
ক্লাস-০৩লেসন-০১: اَلْإِعْرَابُ التَّقْدِيْرِيُّ – সুপ্ত ইরাব
ক্লাস-০৪লেসন-০১: এক্সারসাইজ; ০১ – ১০
ক্লাস-০৫লেসন-০১: اَلْمَرْفُوْعَاتُ وَالْمَجْرُوْرَاتُ – মারফূ ও মাজরূর ইসমসূহ
ক্লাস-০৬লেসন-০১: الْمَنْصُوْبَاتُ – মানসূব ইসমসূহ
ক্লাস-০লেসন-০১: التَّوَابِعُ – ফলোয়ার নাউনসমূহ
ক্লাস-০লেসন-০১: اَلْإِعْرَابُ فِيْ الْفِعْلِ وَعَلَامَتُهُ – ভার্বের ইরাব এবং আলামতসমূহ
ক্লাস-০৯লেসন-০১: এক্সারসাইজ; ০১ – ০৭
ক্লাস-১০রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-১১ লেসন-০২: أَقْسَامُ الْوَاوِ – ওয়াও এর প্রকারভেদ, একটি ইসমুল ফেল, অতিরিক্ত مِنْ এবং أَشْيَاءُ এর বিশ্লেষণ।
ক্লাস-১২ লেসন-০২: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব
ক্লাস-১৩ লেসন-০২: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব
ক্লাস-১৪ লেসন-০২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৫ লেসন-০২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-১৬ লেসন-০৩: اَلْفِعْلُ الْمَبْنِيُّ لِلْمَجْهُوْلِ – বা কর্মবাচ্য ক্রিয়া, مَفْعُوْلٌ فِيْهِ এবং রিলেটেড গ্রামারসমূহ।
ক্লাস-১৭ লেসন-০৩: اَلْفِعْلُ الْمَبْنِيُّ لِلْمَجْهُوْلِ – বা কর্মবাচ্য ক্রিয়া, مَفْعُوْلٌ فِيْهِ এবং রিলেটেড গ্রামারসমূহ।
ক্লাস-১৮ লেসন-০৩: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব
ক্লাস-১৯ লেসন-০৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২০ লেসন-০৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২১ লেসন-০৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২২ রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-২৩ লেসন-০৪: اِسْمُ الْفَاعِلِ وَاسْمُ الْمَفْعُوْلِ (سَالِمٌ) এবং مَا الْحِجَازِيَّةُ এর ব্যবহার।
ক্লাস-২৪ লেসন-০৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-২৫ লেসন-০৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ
ক্লাস-২৬ লেসন-০৫: আজওয়াফ ক্রিয়ার মাদী মাজহুল এবং দূর্বল ক্রিয়ার ইসমুল ফায়িল ও মাফউল।
ক্লাস-২৭ লেসন-০৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-২৮ লেসন-০৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৯ লেসন-০৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-৩০ রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-৩১ লেসন-০৬: اِسْمُ الظَّرْفِ – বা স্থান বা কালবাচক বিশেষ্য এবং اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-৩২ লেসন-০৬: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৭ লেসন-০৬: এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-৩৩ লেসন-০৭: اِسْمُ الْآلَةِ – বা যন্ত্রবাচক বিশেষ্য এবং اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-৩৪ লেসন-০৬: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ
ক্লাস-৩৫ রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০৭: আরবী রিডার-০৭

৭ম সেমিস্টারে মোট ক্লাস হবে ৩৭টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০৭- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস৪০টি
রিভিশন ক্লাস২০টি
পরীক্ষাক্লাস টেস্ট: ০৪ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ২০টি
সময়কাল০৫ মাস
কোর্স ফিপ্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১ লেসন-০৮: أَقْسَامُ الْمَعْرِفَةِ، اِسْمُ الْفِعْ؛ تَعَالَ – মারিফা শব্দসমূহ, একটি ইসমুল ফেল এবং اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০২ লেসন-০৮: أَقْسَامُ الْمَعْرِفَةِ، اِسْمُ الْفِعْ؛ تَعَالَ – মারিফা শব্দসমূহ, একটি ইসমুল ফেল এবং اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০৩ লেসন-০৮: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-০৪ লেসন-০৮: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-০৫ লেসন-০৯: اَلْمُثَنَّى وَكِلَا-كِلْتَا – দ্বিবচন শব্দের বিভিন্ন ব্যবহার এবং اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০৬ লেসন-০৯: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-০৭ রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-০৮ লেসন-১০: أَقْسَامُ الْجُمْلَةِ، أَفْعَالُ الشُّرُوْعِ وَالْمَصْدَرُ الْمُؤَوَّلُ – বাক্যের প্রকারভেদ, সূচনাসূচক ক্রিয়া এবং মাসদার মুআওয়াল।
ক্লাস-০৯ লেসন-১০: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-১০ লেসন-১০: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ
ক্লাস-১১ লেসন-১১: تَفْصِيْلُ الْمُبْتَدَأ وَالْخَبَرِ – মুবতাদা ও খবর বিস্তারিত।
ক্লাস-১২ লেসন-১১: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-১৩ লেসন-১১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৪ লেসন-১১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-১৫ রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-১৬ লেসন-১২: اَلظَّرْفُ / مَفْعُوْلٌ فِيْه، لَوْ وَمِنْ قَبْلُ – যরফ বা মাফঊলুন ফীহি, لَوْ ব্যবহার এবং مِنْ قَبْلُ বিস্তারিত।
ক্লাস-১৭ লেসন-১২: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-১৮ লেসন-১২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৯ লেসন-১২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২০ লেসন-১৩: جَوَازِمُ الْمُضَارِعِ؛ لَامُ الْأَمْرِ، لا النَّاهِيَةُ وَالْجَزْمُ بِالطَّلَبِ – وَالنُّدْبَةُ – মুদারী ক্রিয়া মাজযূমের অব্যয় এবং নুদবাহ।
ক্লাস-২১ লেসন-১৩: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-২২ লেসন-১৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৩ লেসন-১৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২৪ রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-২৫ লেসন-১৪: إِذَا، جُمْلَةٌ شَرْطِيَّةٌ، فَاءُ الْجَوَابِ وَالْمَنْسُوْبُ– শর্ত অব্যয় إِذَا, শর্তবাচক বাক্য, জাওয়াবের ফা এবং মানসূব ইসম।
ক্লাস-২৬ লেসন-১৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-২৭ লেসন-১৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-২৮ লেসন-১৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৯ লেসন-১৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-৩০ লেসন-১৫: أَدَوَاتُ الشَّرْطِ، تَفْصِيْلُ فَاءِ الْجَوَابِ، كَمْ، حَتَّى، هَاءَ، اَلتَّصْغِيْرُ، مَجْمُوْمُ كَانَ وَلَيْلَ نَهَارَ – সম্পর্কীয় গ্রামার ১ম পর্ব।
ক্লাস-৩১ লেসন-১৫: أَدَوَاتُ الشَّرْطِ، تَفْصِيْلُ فَاءِ الْجَوَابِ، كَمْ، حَتَّى، هَاءَ، اَلتَّصْغِيْرُ، مَجْمُوْمُ كَانَ وَلَيْلَ نَهَارَ – সম্পর্কীয় গ্রামার ২য় পর্ব।
ক্লাস-৩২ লেসন-১৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-৩৩ লেসন-১৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-৩৪ লেসন-১৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-৩৫ লেসন-১৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-৩৬ লেসন-১৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-৩৭ রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০৮: আরবী রিডার-০৮

৮ম সেমিস্টারে মোট ক্লাস হবে ৩৭টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০৭- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস৩৫টি
রিভিশন ক্লাস১৬টি
পরীক্ষাক্লাস টেস্ট: ০৩ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ১৫টি
সময়কাল০৪ মাস
কোর্স ফিপ্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১ লেসন-০৮: أَقْسَامُ الْمَعْرِفَةِ، اِسْمُ الْفِعْ؛ تَعَالَ – মারিফা শব্দসমূহ, একটি ইসমুল ফেল এবং اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০২ লেসন-০৮: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-০৩ লেসন-০৮: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-০৪ লেসন-০৯: اَلْمُثَنَّى وَكِلَا-كِلْتَا – দ্বিবচন শব্দের বিভিন্ন ব্যবহার এবং اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০৫ লেসন-০৯: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-০৬ লেসন-০৯: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-০৭ রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-০৮ লেসন-১০: أَقْسَامُ الْجُمْلَةِ، أَفْعَالُ الشُّرُوْعِ وَالْمَصْدَرُ الْمُؤَوَّلُ – বাক্যের প্রকারভেদ, সূচনাসূচক ক্রিয়া এবং মাসদার মুআওয়াল।
ক্লাস-০৯ লেসন-১০: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-১০ লেসন-১০: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ
ক্লাস-১১ লেসন-১১: تَفْصِيْلُ الْمُبْتَدَأ وَالْخَبَرِ – মুবতাদা ও খবর বিস্তারিত।
ক্লাস-১২ লেসন-১১: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-১৩ লেসন-১১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৪ লেসন-১১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-১৫ রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-১৬ লেসন-১২: اَلظَّرْفُ / مَفْعُوْلٌ فِيْه، لَوْ وَمِنْ قَبْلُ – যরফ বা মাফঊলুন ফীহি, لَوْ ব্যবহার এবং مِنْ قَبْلُ বিস্তারিত।
ক্লাস-১৭ লেসন-১২: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-১৮ লেসন-১২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৯ লেসন-১২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২০ লেসন-১৩: جَوَازِمُ الْمُضَارِعِ؛ لَامُ الْأَمْرِ، لا النَّاهِيَةُ وَالْجَزْمُ بِالطَّلَبِ – وَالنُّدْبَةُ – মুদারী ক্রিয়া মাজযূমের অব্যয় এবং নুদবাহ।
ক্লাস-২১ লেসন-১৩: اَلْحِوَارُ – বা কথোপকোথন
ক্লাস-২২ লেসন-১৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৩ লেসন-১৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-২৪ রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-২৫ লেসন-১৪: إِذَا، جُمْلَةٌ شَرْطِيَّةٌ، فَاءُ الْجَوَابِ وَالْمَنْسُوْبُ– শর্ত অব্যয় إِذَا, শর্তবাচক বাক্য, জাওয়াবের ফা এবং মানসূব ইসম।
ক্লাস-২৬ লেসন-১৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-২৭ লেসন-১৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-২৮ লেসন-১৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-২৯ লেসন-১৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব
ক্লাস-৩০ লেসন-১৫: أَدَوَاتُ الشَّرْطِ، تَفْصِيْلُ فَاءِ الْجَوَابِ، كَمْ، حَتَّى، هَاءَ، اَلتَّصْغِيْرُ، مَجْمُوْمُ كَانَ وَلَيْلَ نَهَارَ – সম্পর্কীয় গ্রামার ১ম পর্ব।
ক্লাস-৩১ লেসন-১৫: أَدَوَاتُ الشَّرْطِ، تَفْصِيْلُ فَاءِ الْجَوَابِ، كَمْ، حَتَّى، هَاءَ، اَلتَّصْغِيْرُ، مَجْمُوْمُ كَانَ وَلَيْلَ نَهَارَ – সম্পর্কীয় গ্রামার ২য় পর্ব।
ক্লাস-৩২ লেসন-১৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-৩৩ লেসন-১৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-৩৪ লেসন-১৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-৩৫ লেসন-১৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-৩৬ লেসন-১৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-৩৭ রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-০৯: মদিনা আরবী রিডার-০৯

৯ম সেমিস্টারে মোট ক্লাস হবে ৪০টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদীনা আরবী রিডার ০৯- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস ৪০টি
রিভিশন ক্লাস ২০টি
পরীক্ষা ক্লাস টেস্ট: ০৪ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ ২০টি
সময়কাল ০৫ মাস
কোর্স ফি প্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১লেসন-২১:  تَفْصِيْلُ بَابُ تَفَاعَلَ، لَا النَّافِيَةُ لِلْجِنْسِ، مَصْدَرٌ مُؤَوَّلٌ، وَبَعْضُ الْقَوَاعِدِ الْمُتَعَلِّقَةِ – ০৬ নং ফর্ম বিস্তারিত। নায়ে নাফী জিনস, মাসদার মুআওয়াল এবং রিলেটেড আরো কিছু গ্রামার।
ক্লাস-০২লেসন-২১: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০৩লেসন-২১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-০৪লেসন-২১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-০৫লেসন-২১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-০৬লেসন-২২:  تَفْصِيْلُ بَابُ اِنْفَعَلَ، التَّغْلِيْبُ، وَبَعْضُ الْقَوَاعِدِ الْمُتَعَلِّقَةِ – ০৭ নং ফর্ম বিস্তারিত। তাগলীব এবং রিলেটেড আরো কিছু গ্রামার।
ক্লাস-০৭লেসন-২২: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০৮লেসন-২২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-০৯লেসন-২২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-১০লেসন-২২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-১১রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-১২লেসন-২৩:  تَفْصِيْلُ بَابُ اِفْتَعَلَ، إِذَا الْفُجَائِيَّةُ، صِيَغُ الْمُبَالَغَةِ وَبَعْضُ الْقَوَاعِدِ الْمُتَعَلِّقَةِ – ০৮ নং ফর্ম বিস্তারিত। إِذَا الْفُجَائِيَّةُ এবং মুবালাগাহ এর শব্দসমূহ। এবং রিলেটেড আরো কিছু গ্রামার।
ক্লাস-১৩লেসন-২৩: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-১৪লেসন-২৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-১৫লেসন-২৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-১৬লেসন-২৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-১৩লেসন-১১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব
ক্লাস-১৭রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-১৮লেসন-২৪:  تَفْصِيْلُ بَابُ اِفْعَلَّ، رَأَى – يَرَى، عَسَى، أَمَّا، مَا الْمَصْدَرِيَّةُ وَبَعْضُ الْقَوَاعِدِ الْمُتَعَلِّقَةِ – ০৯ নং ফর্ম বিস্তারিত। এবং রিলেটেড আরো কিছু গ্রামার।
ক্লাস-১৯লেসন-২৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-২০লেসন-২৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-২১লেসন-২৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-২২লেসন-২৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-২৩লেসন-২৫:  تَفْصِيْلُ بَابُ اِسْتَفْعَلَ، كَيْ-إِذَنْ وَبَعْضُ الْقَوَاعِدِ الْمُتَعَلِّقَةِ – ১০ নং ফর্ম বিস্তারিত। এবং রিলেটেড আরো কিছু গ্রামার।
ক্লাস-২৪লেসন-২৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-২৫লেসন-২৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-২৬লেসন-২৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-২৭লেসন-২৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-২৮লেসন-২৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-২৯রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-৩০ লেসন-২৬: اَلْفِعْلُ الرُّبَاعِيُّ، ضَمِيْرُ الْفَصْلِ وَبْعْضُ الْقَوَاعِدِ الْمُتَعَلِّقَةِ – রুবায়ী ক্রিয়া, দমীরুল ফসল এবং রিলেটেড গ্রামার।
ক্লাস-৩১ লেসন-২৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-৩২ লেসন-২৫: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-৩৩ লেসন-২৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-৩৪ লেসন-২৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-৩৫ লেসন-২৫: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-৩৬ লেসন-২৬: تَفْصِيْلُ الضَّمَائِرِ – দমীর বিস্তারিত।
ক্লাস-৩৭ লেসন-২৬: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-৩৮ লেসন-২৬: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-৩৯ লেসন-২৬: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-৪০ রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

সেমিস্টার-১০: মদিনা আরবী রিডার-১০

১০ম সেমিস্টারে মোট ক্লাস হবে ৪০টি। গ্রামারটিক্যাল এনালাইসিস করে মদিনা আরবী রিডার ১০- বিস্তারিত পড়ানো হবে। ৫০ নাম্বারে ০২টি ক্লাস টেস্ট, ১০০ নাম্বারে মিডটার্ম ও ১০০ নাম্বারে ফাইনাল পরীক্ষা হবে।

নিয়মিত ক্লাস৪০টি
রিভিশন ক্লাস২০টি
পরীক্ষাক্লাস টেস্ট: ০৪ টি, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা
কুইজ২০টি
সময়কাল০৫ মাস
কোর্স ফিপ্রতি মাসে: ৭৫০/-
ক্লাস-০১লেসন-২৮: تَفْصِيْلُ مَفْعُوْلٍ مُطْلَقٍ – মাফউলূন মুতলাক্ব বিস্তারিত। এবং মাসদারের প্রকারভেদ।
ক্লাস-০২লেসন-২৮: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০৩লেসন-২৮: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-০৪লেসন-২৮: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-০৫লেসন-২৮: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-০৬লেসন-২৯:  مَفْعُوْلٌ لَهُ، وَبَعْضُ الْحُرُوْفِ. – মাফউলূন লাহু এবং কিছু হরফের আলোচনা।
ক্লাস-০৭লেসন-২৯: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-০৮লেসন-২৯: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-০৯লেসন-২৯: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-১০রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০১, নাম্বার: ৫০

ক্লাস-১১লেসন-৩০:  التَّمْيِيْزُ وَأَفْعَالُ التَّعَجُّبِ. – তামঈয বিস্তারিত এবং আশ্চর্যবোধক ক্রিয়া।
ক্লাস-১২লেসন-৩০: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-১৩লেসন-৩০: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-১৪লেসন-৩০: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-১৫লেসন-৩১:  تَفْصِيْلُ الْحَالِ.– হাল, সাহিবুল ও রাবিতাতুল হাল বিস্তারিত।
ক্লাস-১৬লেসন-৩১: اَلْحِوَارُ – বা কথোপকোথন।
ক্লাস-১৭লেসন-৩১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-১৮লেসন-৩১: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-১৯রিভিশন ক্লাস

মিডটার্ম পরীক্ষা, নাম্বার: ১০০

ক্লাস-২০লেসন-৩২:  تَفْصِيْلُ الاسْتِثْنَاءِ.– ইসতিসনা বিস্তারিত।
ক্লাস-২১লেসন-৩২: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-২২লেসন-৩২: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-২৩লেসন-৩২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-২৪লেসন-৩২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-২৫লেসন-৩২: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-২৬লেসন-৩৩:  تَفْصِيْلُ نُوْنِ التَّوْكِيْدِ، أُفٍّ، وَبَلْ.– বিস্তারিত নূন তাকীদ, ইসমু ফেল- أُفٍّ এবং بَلْ।
ক্লাস-২৭লেসন-৩৩: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-২৮লেসন-৩৩: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-২৯লেসন-৩৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-৩০লেসন-৩৩: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-৩১রিভিশন ক্লাস

ক্লাস টেস্ট -০২, নাম্বার: ৫০

ক্লাস-৩২ লেসন-৩৪:  الْمَمْنُوْعُ مِنَ الصَّرْفِ، وَأَقْسَامُهُ وَإِعْرَابُهُ.– ডিপটোট বিস্তারিত- ১ম পর্ব। লেসন-৩৪:  الْمَمْنُوْعُ مِنَ الصَّرْفِ، وَأَقْسَامُهُ وَإِعْرَابُهُ.– ডিপটোট বিস্তারিত- ২য় পর্ব।
ক্লাস-৩৩ লেসন-৩৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন ১ম পর্ব।
ক্লাস-৩৪ লেসন-৩৪: اَلْحِوَارُ – বা কথোপকোথন ২য় পর্ব।
ক্লাস-৩৫ লেসন-৩৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ১ম পর্ব।
ক্লাস-৩৬ লেসন-৩৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ২য় পর্ব।
ক্লাস-৩৭ লেসন-৩৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৩য় পর্ব।
ক্লাস-৩৮ লেসন-৩৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৪র্থ পর্ব।
ক্লাস-৩৯ লেসন-৩৪: التَّمْرِيْنُ – বা এক্সারসাইজ ৫ম পর্ব।
ক্লাস-৪০ রিভিশন ক্লাস

ফাইনাল পরীক্ষা, নাম্বার: ১০০

en_USEnglish